আমজাদ হোসেন,ঢাবি :
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত খ- ইউনিটের ভর্তিচ্ছুদের সাক্ষাৎকারের সময়সূচি পরিবর্তন করেছে ঢাবি কর্তৃপক্ষ।
জানা যায়- দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়। শনিবার কলা অনুষদের ডিন কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি দেয়া হয়।
এতে বলা হয়- ১১ নভেম্বর সাক্ষাৎকার শুরুর কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা পরিবর্তন করা হয়েছে এবং ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত মেধাক্রম অনুযায়ী সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলেও খ- ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়ক এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড: আবু মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়াও থ্রিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগ, সঙ্গীত ও নৃত্ৰকলা বিষয়ের মৌখিক ও ব্যাবহারিক পরীক্ষার সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।