ঢাকামঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ

ঢাবির খুলনা জেলা সংগঠন ‘সুন্দরবন’ এর নেতৃত্বে তাজ-রাকিব

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ নভেম্বর ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ

Link Copied!

ঢাবি সংবাদদাতা :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত খুলনা জেলার শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী সংগঠন খুলনা জেলা ছাত্রকল্যান সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় (সুন্দরবন) ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি (আংশিক) ঘোষিত হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ফেরদৌস মোল্যা (তাজ) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোঃ রাকিব আহমেদ।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়াতে ২৪ সদস্য বিশষ্ট এই আংশিক কমিটি ঘোষনা করেন সুন্দরবনের উপদেষ্টা ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক জনাব জাহিদুল ইসলাম সানা, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের লেকচারার এবং সুন্দরবনের সদ্য সাবেক সভাপতি রাকিবুল হাসান, সুন্দরবনের সাবেক সাধারণ সম্পাদক শাহ শামসিল আরেফিন রিয়েল, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ।

সুন্দরবনের নব নির্বাচিত সভাপতি তাজ বলেন, ‘সুন্দরবন তার প্রতিষ্ঠালগ্ন থেকে খুলনা জেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সুন্দরবনকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে দূঢ় প্রত্যয়ী। ইতিমধ্যে আমাদের সংগঠনটি খুলনার শিক্ষার্থীদের শিক্ষা ও সাংস্কৃতিক উৎকর্ষতা সাধনের জন্য নানামুখি উদ্যোগ হাতে নিয়েছে। আমরা সবাই এক হয়ে কাজ করলে একটি আলোকিত এবং সমৃদ্ধ সুন্দরবন পরিবার গড়তে পারবো। আমাদের এই পরিবারের সদস্যরাই বিভিন্ন সেক্টরে আগামীতে খুলনাকে নেতৃত্ব দিবে বলে আমি আশাবাদী।

সাধারণ সম্পাদক রাকিব বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের সংগঠন সুন্দরবন। এর প্রতিটি সদস্য একদিন সফলতার শিখরে আরোহন করে খুলনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। খুলনার শিক্ষার্থীদের জন্য সুন্দরবনকে একটি আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাবো।’

প্রসঙ্গত, “আগামীর নেতৃত্বে” স্লোগানকে সামনে নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে ২০১২ সালে এবং অত্যন্ত দক্ষতার সহিত খুলনা জেলার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে অবদান রাখার চেষ্টা করে চলছে। ক্যাম্পাসের বিভিন্ন শিক্ষামূলক ও সেচ্ছাসেবী কাজেও ভূমিকা রেখে চলছে এ সংগঠনটি। শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদানের মতো কার্যক্রম, করোনা মহামারীতে সাধারণ মানুষের পাশে ভালোবাসার উপহার, শিক্ষার্থীদের যেকোন সমস্যা সমাধান ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বপ্ন পূরনের সারথি হিসেবে এ সংগঠনটি নিরলসভাবে কাজ করছে।

এছাড়া, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি মাসিক দিক-নির্দেশনামূলক সেমিনার, সহ-শিক্ষা কার্যক্রম, শিক্ষাসফর ও বনভোজন, ঢাবিতে ভর্তিচ্ছুদের জন্য তথ্য ও পরামর্শ প্রদান, ইফতার মাহফিল ও আলোচনা সভা, প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন, ফুটবল খেলা এবং নারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করে থাকে।

119 Views

আরও পড়ুন

জামালপুরে ১৮৮ মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে

শিক্ষক দিবসে ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মোশাররফ হোসেন এর কিছু কথা।

দোয়ারাবাজার সীমান্তে ভারতে পাচারের সময় ১৪ লাখ ৪১ হাজার টাকার বিপুল পরিমাণের রসুন ও মাছ জব্ধ

সিলেটের নতুন জেলা প্রশাসকের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের।

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ হয়েছে বুটেক্সে

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্র শিবির ঢাবি শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

কাপাসিয়ায় শারদীয় দুর্গোৎসব উদযাপনে হিন্দু সম্প্রদায়ের মাঝে সরকারি অনুদান বিতরণ

বাংলাদেশের ইতিহাসে নেত্রকোনা জেলার সর্বোচ্চ পরিমানে বৃষ্টিপাতের রেকর্ড।

শেরপুরে নতুন করে ১০ ইউনিয়ন প্লাবিত, মৃতের সংখ্যা বেড়ে ০৭

বুটেক্স শিক্ষার্থীদের দাবি এক্সটার্নাল উপাচার্য

জামালগঞ্জ সাহিত্য সংসদ এর সাধারণ সভা অনুষ্ঠিত