আমজাদ হোসেন, ঢাবি :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মরণ রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রতিটি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন করার উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসুর স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী।
সাদ বিন কাদের চৌধুরী বলেন, বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী স্মরণ করে রাখার জন্য এবং বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ যে অভিন্ন তা জানান দেওয়ার জন্য ডাকসুর পক্ষ থেকে আমি এ উদ্যোগটি নিয়েছি। কর্নারে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ওপর লিখিত বইসমূহ স্থান পাবে। এর জন্য প্রয়োজনীয় বই ও শেলফ ডাকসু সরবরাহ করবে। ১৮টি হল ও কেন্দ্রীয় গ্রন্থাগারে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, বঙ্গবন্ধু কর্নার স্থাপনে বই কিনাসহ যাবতীয় কার্যক্রম চলছে। পহেলা ডিসেম্বরের অথবা ডিসেম্বরের যেকোন দিন বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হবে।