আমজাদ হোসেন, ঢাবি:
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের তিনজন সদস্যের জন্মদিন উপলক্ষে আজ (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ক্যাফেটেরিয়ায় সাংগঠনিক আলোচনা, চা চক্র এবং জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়।
কুবি শাখার সমন্বয়ক ওসমান গনি শুভ, জবি শাখার আহ্বায়ক জয়নুল হক এবং ঢাবি শাখার আপ্যায়ন সম্পাদক আইশা আক্তার নিশুর জন্মদিন উপলক্ষে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে সংগঠনের কেন্দ্রীয় জন্মদিন উপলক্ষে চা চক্র ও আড্ডার আয়োজন করা হয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাহানুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সাজিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইউনিটের সদস্যবৃন্দ।
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কুবি শাখার সমন্বয়ক ওসমান গনি শুভ বলেন, ‘কেউ কথা রাখে না, কিন্তু বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাখে’ এটি আমার জীবনের অন্যতম সেরা একটি জন্মদিন উদযাপন। এমন একটি স্মরণীয় মূহর্ত উপহার দেওয়া জন্য বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রতি কৃতজ্ঞতা পোষণ করি।
জবি শাখার আহব্বায়ক এবং ঢাবি শাখার আপ্যায়ন সম্পাদক আয়শা আক্তার নিশুও এমন একটি মূহর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
বিকাল ৫ টায় কেক কাটা হয়। কেক কাটা শেষে বার্থডে বয়দের বিভিন্ন বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে জন্মদিন উদযাপন ছাড়াও চা চক্র ও সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়।