প্রতিনিধি,ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষা, সুচিন্তা ও একতা — এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে কিশোরগঞ্জ জেলার মসনদে আলার ঈশাখাঁর স্মৃতি বিজড়িত দুই উপজেলা করিমগঞ্জ ও তাড়াইল হতে আগত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল ‘করিমগঞ্জ-তাড়াইল উপজেলা ছাত্র সংসদ’ (ঈশাখাঁ)।
সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলে সংগঠনের বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন তমাল এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসাঈনের নেতৃত্বে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজের গণিত বিভাগের চেয়ারম্যান শহিদুল ইসলাম,কিশোরগঞ্জ জেলা ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাফায়েতুল্লাহ, আফরোজা ইসলাম মুক্তা ও এনামুল হক তানিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর সুবিধা বোর্ডের সদস্য সচিব অধ্যক্ষ শরীফ সাদী এবং ঢাবির রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন।
অধ্যক্ষ শরীফ সাদী তার বক্তব্যে শিক্ষার্থীদের মানবতা চর্চায় গুরুত্ব দেওয়ার আহবান জানান। তিনি বলেন,আমাদের “আমি” থেকে বেরিয়ে এসে “আমাদের ” দৃষ্টিভঙ্গি করতে হবে।শহিদুল ইসলাম তার বক্তব্য বলেন,শিক্ষার্থীদের যেকোনো সহায়তায় সবসময় পাশে আছি।তিনি আরও বলেন,”নিজ বাড়িকে প্রথম, ঢাবিকে দ্বিতীয় এবং আমার কলেজকে তোমরা তৃতীয় বাড়ি হিসেবে গণ্য করবে”।
সংগঠনের সাধারণ সম্পাদক মোশারফ হোসাঈনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অন্তর চৌধুরী।এছাড়া জেলাটির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ যোগ দেন।
অনুষ্ঠানে সংগঠনটির সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— আনিসুল হক হৃদয়,কমল ও নুরুল আলম প্রমুখ।