ঢাবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের উদ্যোগে এবং এসিআইয়ের সহযোগিতায় ছাত্রীদের সুবিধার্থে এইবার ঢাবিতে আসছে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
যা এর আগে ব্যাবহার হয়েছে শুধুমাত্র বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে।
জানা যায়, ভেন্ডিং মেশিন থেকে যেকোনো সময় ছাত্রীরা ১০ টাকার নোট দিয়ে স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করা যাবে। যার বাজার মূল্য প্রায় ১৪ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা দশ টাকায় এই সেবাটি পাবেন। মেশিনের পাশেই দুটো ডিসপোজাল বিন এবং দুটো তোয়ালে দেওয়া থাকবে। স্যানিটারি ন্যাপকিন বিক্রি ও যেকোনো সমস্যা সমাধানে প্রতিটি ভেন্ডিং মেশিনের কাছে একমাস একজন নারী অপারেটর থাকবেন।
এ বিষয়ে ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার বলেন, আমাদের ইশতেহারে ছাত্রীদের জন্য ভেন্ডিং মেশিনের কথা উল্লেখ ছিল অবশেষে তা বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছি। যাতে আমাদের সহযোগিতা করেছেন ডাকসু কোষাধ্যক্ষ এবং এসিআই। আপদত ১০টি স্পটে এই সুবিধা পাওয়া যাবে। আমরা আরও কিছু স্পটে এ মেশিন স্থাপনের জন্য এসিআইকে জানিয়েছি। তারা তাতেও সম্মত হয়েছেন। পরবর্তী ধাপে সেগুলো স্থাপন করা হবে।
তিলোত্তমা আরও বলেন, মেয়েদের ৫টি হল এবং টিএসসিতে, কলাভবনের কমনরুম, ব্যবসা শিক্ষা অনুষদ, বিজনেস অনুষদ, কার্জন হল, সায়েন্স লাইব্রেরি ও চারুকলা এই দশটি স্থানে মোট ১০টি মেশিন স্থাপন করা হবে
ভেন্ডিং মেশিন উদ্বোধন ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে বলে জানান এই ডাকসু সদস্য।