ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ

ডেটাস্কেপের সাথে বিসিআরপির সমঝোতা চুক্তি

প্রতিবেদক
রংপুর ব্যুরো
২ ডিসেম্বর ২০২৩, ৬:৪৯ অপরাহ্ণ

Link Copied!

পারস্পরিক গবেষণা সম্প্রসারণ ও যৌথ গবেষণা পরিচলনাসহ নানাবিধ বিস্তৃত কাজের জন্য বিসিআরপি ও ডেটাস্কেপের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ডেটাস্কেপের সাথে বিসিআরপির।

শনিবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানী ঢাকার মিরপুরে ডেটাস্কেপ মিলনায়তনে এই সমঝোতা চুক্তির স্বাক্ষর করেন ডেটাস্কেপের ম্যানেজিং ডিরেক্টর রাকিব হোসাইন ও বিসিআরপির ফাউন্ডার এন্ড সিইও ড. শাহ আলম চৌধুরী।

এ সময় ডেটাস্কেপের পক্ষে উপস্হিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রায়হান শরীফ, কন্সালটেন্ট ডেটাস্কেপ মাহমুদুন নবী, ডিরেক্টর ফিল্ড অপারেশন আবদুল্লাহ আল মামুন, ডিরেক্টর ইনোভেশন এন্ড ইনসাইট মো. মেহেদী হাসান, ডিরেক্টর ফাইন্যান্স এন্ড কর্পোরেট সার্ভিস আহসান হাবীব, ডিরেক্টর ডেটাস্কেপ আইটি লিমিটেড ড. মো. জুলফিকার মঈন, ডেপুটি ডিরেক্টর সোশ্যাল রিসার্চ মো. রাহাদ আরেফিন প্রমুখ।

এছাড়া ম্যানেজার ডেটাস্কেপ আইটি লিমিটেড এবং বিসিআরপির পক্ষে উপস্থিত ছিলেন, ফাউন্ডার এণ্ড সিইও ড. শাহ আলম চৌধুরী, ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটি ও প্রেসিডেন্ট ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিসিআরপি মিলি রহমান, বিসিআরপি ভাইস প্রেসিডেন্ট ড. মো. শাহিনুর রশীদ, প্রাইম ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বিসিআরপি ড. আব্দুল্লাহ আল মঞ্জুর হোসেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক বিসিআরপির ডিরেক্টর নবনীতা চক্রবর্তী এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক বিসিআরপি ডিরেক্টর তরু শাহরিয়ার স্বর্গ।

শুভেচ্ছা বক্তব্যে বক্তারা বর্তমান বিশ্বে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসাসহ প্রত্যেকটি সেক্টরে টিকে থাকতে উক্ত সেক্টরগুলোকে আরো এগিয়ে নেওয়ার জন্য গবেষণার উপর গুরুত্বারোপ করেন। এক্ষেত্রে বিসিআরপির ও ডেটাস্কেপ যৌথভাবে গবেষণা সেক্টরে অবদান রাখার জন্য সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ায় সেটা আরো বড় পরিসরে এবং তরুণ প্রজন্মের গবেষকদের যুক্ত করে ভিন্ন মাত্রিক গবেষণার নতুন দ্বার উন্মোচন করতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ডেটাস্কেপের এমডি রাকিব হোসাইন বলেন, “আমরা তরুণ গবেষক, বিভিন্ন প্রাতিষ্ঠানিক গবেষক এবং বিভিন্ন গবেষণা ফার্মের সাথে কোলাবেরশনের মাধ্যমে গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আশাকরি আমাদের সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

তিনি আরো বলেন, “গবেষণার ফলাফল যদি জনসাধারণের ঠিকমতো কাজে না আসে, তাহলে সেই গবেষণা মানবজাতির খুব একটা কল্যাণে আসবে না। আমাদের আজকের এই চুক্তি স্বাক্ষর আশাকরি বিশদ গবেষণা করা ও আরো বৃহৎ পরিসরে জনকল্যাণে গবেষণার ফলাফল ব্যবহার করা্র দ্বার উন্মুক্ত হবে।”

282 Views

আরও পড়ুন

দুর্নীতি বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় হুমকির শিকার রাবি শিক্ষার্থী ও কলাম লেখক কাজী আশফিক রাসেল

সোশ্যাল মিডিয়ায়
রোনালদোর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে যা জানা গেল

শিক্ষক বাতায়নে দেশসেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হলেন বোয়ালখালীর শিক্ষক ফারুক ইসলাম

শিক্ষক বাতায়নে দেশসেরা কনটেন্ট নির্মাতা নির্বাচিত হলেন বোয়ালখালীর শিক্ষক ফারুক ইসলাম

আমীরে জামাতের আগমন উপলক্ষে মাধবপুরে জামায়াতে প্রস্তুতি সভা

চা শ্রমিকের বেশে চমকে দিলেন দুই অধিনায়ক

চকরিয়ায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

শান্তিগঞ্জে প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিমের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে ইউপি সদস্য রুশন আলী গ্রেফতার

শান্তিগঞ্জ থানার উদ্যোগে সম্প্রীতি সভা অনুষ্ঠিত

ভারতে বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে জাউয়া বাজারে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

কাপাসিয়ায় সালাউদ্দিন আইউবীর উদ্যোগে ৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ