জসিম উদ্দিন,ঢাবি :
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি হয়েছেন আব্দুল্লাহ আল ফয়সাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইয়াসিন আরাফাত ও জাহিদ হোসেন।
সাধারণ সম্পাদক পদে ২ জন নির্বাচিত হওয়ায় তারা ৬ মাস করে দায়িত্ব পালন করবেন।
২৬ অক্টোবর (শনিবার) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত ডিবেটিং সোসাইটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৫ অক্টোবর নিয়ম অনুযায়ী প্রার্থীদের মাঝে নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে মোঃ আব্দুল্লাহ ভোট পেয়েছেন ১০ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাত জাহান নূর ইভা ০৮ ভোট পেয়েছেন ।
সাধারণ সম্পাদক পদে মোঃ ইয়াছিন আরাফাত -০৯ ভোট এবং মোঃ জাহিদ হোসেন -০৯ ভোট।
এর আগে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এস এম রাকিব সিরাজী এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন আব্দুল্লাহ আল-মুতী আসাদ।