ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

জাহাঙ্গীরনগরে আর্ট ডাইমেনশনের প্রথম শিল্প অভিযান

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
২২ আগস্ট ২০২৫, ৯:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

শিল্প সংগঠন ‘আর্ট ডাইমেনশন’ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো প্রথম শিল্প অভিযান। শুক্রবার (২২ আগস্ট ২০২৫) সকাল ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

সারাদেশ থেকে আগত শিল্পীরা বিশ্ববিদ্যালয়ের মনোরম পরিবেশে একত্রিত হয়ে প্রকৃতি ও পরিবেশকে নতুনভাবে উপলব্ধি করেন এবং নিজেদের ক্যানভাসে তা তুলে ধরেন।

অভিযানে অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রওশন হাবিব, রতন রায় ও ফরহাদ আলী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শান্ত আহমেদ ও সৌরভ বনিক; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাব্বির হোসেন, নাইম মৃধা ও হৃদয় হোসেন; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আরিফ বাচ্চু ও সোহানুর রহমান; ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা)-এর শুভ্র তালুকদার ও প্রীতম চৌধুরী এবং ঢাকা আর্ট কলেজের মেহেদী হাসান ও প্রদীপ সরকার। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরও অনেক শিল্পী এতে অংশ নেন।

অভিযানে অভিজ্ঞতা সম্পর্কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিল্পী আরিফ বাচ্চু বলেন, “আমরা জাহাঙ্গীরনগরে এসে এখানকার মনোমুগ্ধকর প্রকৃতি ঘুরে দেখেছি। সেখান থেকে শিল্প সৃষ্টির নতুন চিন্তা ও অনুপ্রেরণা পাচ্ছি এবং আমাদের ক্যানভাসে তা ফুটিয়ে তুলতে চেষ্টা করছি।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাব্বির হোসেন বলেন, “আমরা সবাই মিলে সারাদিন ছবি আঁকছি, আলোচনা করছি এবং একে অপরের কাজ দেখে অভিজ্ঞতা অর্জন করছি। এর মাধ্যমে আমাদের নতুনভাবে চিন্তা করার সুযোগ তৈরি হচ্ছে।”

‘আর্ট ডাইমেনশন’ বাংলাদেশের একটি শিল্প সংগঠন। সংগঠনটি শিল্প সৃষ্টি ও শিল্প প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে কাজের ক্ষেত্র প্রসারিত করার পাশাপাশি শিল্পের মাধ্যমে সামাজিক ও সাংস্কৃতিক অসামঞ্জস্য তুলে ধরে এবং সর্বস্তরের মানুষকে শিল্পচর্চায় অনুপ্রাণিত করছে।

###

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত