জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। এ অবস্থায় নিজ বাসভবনে অবরুদ্ধ হয়ে পড়েছেন ভিসি ।
আজ সোমবার সন্ধ্যা ৭ঃ৩০ টায় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন তারা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ থেকে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
এ সময় উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবে বলে জানান এক আন্দোলনকারী ।
জানা গেছে, উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বর্তমানে তার বাসায় অবস্থান করছেন। তার বাসার সামনে ২০ থেকে ৩০ জনের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান করছেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০