জবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্যের অপসারণের দাবিতে চলমান আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় নিন্দা ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।
জবি শাখা ছাত্রফ্রন্টের সভাপতি প্রসেনজিৎ সরকার এবং সাধারণ সম্পাদক অনিমেষ রায় এক যুক্ত বিবৃতিতে এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিচারের দাবি জানান। মঙ্গলবার (৫ নভেম্বর) শাখা ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক তপু সরোয়ার প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকারীরা দীর্ঘ দিন ধারাবাহিক ভাবে আন্দোলন করে আসছে। এই আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল হিসেবেই সবার সামনে পরিচিত। সেই আন্দোলনকারীদেরকে শিবির আখ্যায়িত করে ছাত্রলীগ হামলা করেছে। যে কোন যুক্তিযুক্ত আন্দোলন বা প্রতিবাদকে দমনের করার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এবং ছাত্রলীগের সন্ত্রাসী হামলা ও শিবির ট্যাগ করা নতুন কিছু নয়। বুয়েটেও আবরার ফাহাদকে শিবির বলেই পিটিয়ে হত্যা করা হয়েছিল। অবিলম্বে জাবিতে উপাচার্যের অপসারণসহ হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।