জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য সহায়তা, দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতি’ হেল্প ডেস্ক পরিচালনা করেছে।
ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে স্থাপিত হেল্প ডেস্কে প্রতিদিন প্রায় পনের জন শিক্ষার্থী এ কার্যক্রম পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত ভর্তিচ্ছু এবং অবিভাবকদের আবাসনের ব্যবস্থা করে দেওয়া, পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা করা, শিক্ষার্থীদের মোবাইল, ঘড়ি, ব্যাগ রাখার ব্যবস্থাসহ ইত্যাদি সেবা দিয়ে থাকেন তারা।
সংগঠনের সভাপতি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী আশিক ইকবাল বলেন, ’প্রতিবছরের ন্যায় এবারও ভর্তিচ্ছুদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয়, সেজন্য সহযোগিতা করতে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে হেল্প ডেস্ক পরিচালনা করেছি। সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত হেল্প ডেস্কে অবস্থান করে আমরা যধাসম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।’