ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. সর্বশেষ

জাবিতে এম.ফিল ও পি.এইচ.ডি করতে যে যোগ্যতা প্রয়োজন

প্রতিবেদক
নিউজ এডিটর
১৪ জানুয়ারি ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ

Link Copied!

মোঃ আবু হাসনাত আব্দুল্লাহ
জাবি প্রতিনিধি :

দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম। প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক রাজধানীর পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও বরেন্য গবেষক অবদান রেখেছে বিশ্ববিদ্যালয়টি।

উচ্চতর শিক্ষার জন্য এম.ফিল ও পি.এইচ.ডি ডিগ্রী বরাবরই শিক্ষার্থীদের মাঝে অন্যতম একটা আকর্ষণ হিসেবেই থাকে।

আপনার কি কি যোগ্যতা থাকলে জাবিতে এম.ফিল ও পি.এইচ.ডি করতে পারবেন দেখে নিন –

১.এম.ফিল ভর্তির যোগ্যতা ঃ

অনুষদ সমুহঃ
গাণিতিক ও পদার্থবিজ্ঞান /সমাজবিজ্ঞান /জীববিজ্ঞান /বিজনেস স্টাডিজ/আইবিএ -জেইউ/আইআইটিঃ

বিভাগ সমুহঃ
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/গ্ণিত/পদার্থবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান/পরিসংখ্যান/রসায়ন/অর্থনীতি/নৃবিজ্ঞান/ভুগোল ও পরিবেশ/সরকার ও রাজনীতি/লোক প্রশাসন/নগর ও অঞ্ছল পরিকল্পনা/উদ্ভিদবিদ্যা/প্রাণিবিদ্যা/ফার্মেসী/বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং/পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স /প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান/মাইক্রোবায়োলজি /ফিন্যান্স এন্ড ব্যাংকিং /মার্কেটিং /আইবিএ-জেইউ /আইআইটি

ক.নম্বর পদ্ধতিঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার যে কেনো একটিতে ১ম বিভাগ ও অন্যটিতে ২য় বিভাগ সহ স্নাতক ও স্নাতকোত্তর পরিক্ষায় যেকোন একটিতে নুন্যতম সিজিপিএ ৩.৫০ ও অন্যটিতে সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।

খ. গ্রেডিং পদ্ধতিঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার যে কেনো একটিতে জিপিএ ৪.০ এবং অন্যটিতে ৩.৫০ সহ স্নাতক ও স্নাতকোত্তর পরিক্ষায় যেকোন একটিতে নুন্যতম সিজিপিএ ৩.৫০ ও অন্যটিতে সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।

কলা ও মানবিকী অনুষদ/বঙ্গবন্ধু তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটঃ

বিভাগসমুহঃ আন্তর্জাতিক সম্পর্ক /ইংরেজি /ইতিহাস/দর্শন/ নাটক ও নাট্যতত্ত্ব /প্রত্নতত্ত্ব /বাংলা/তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি

ক.নম্বর পদ্ধতিঃ
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরিক্ষায় ২য় বিভাগ(নুন্যতম ৫০% নম্বর) সহ স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরিক্ষায় ২য় শ্রেণি (নুন্যতম ৫০% নম্বর) থাকতে হবে।

খ. গ্রেডিং পদ্ধতিঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরিক্ষায় জিপিএ ৩.৫ সহ স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরিক্ষায় সিজিপিএ ৩.০০ থাকতে হবে।

(শুধুমাত্র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ক্ষেত্রে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে এম.ফিল ভর্তির জন্য প্রতিষ্ঠিত জার্ণালে নাট্য বিষয়ে কমপক্ষে ১টি গবেষণা মুলক রভিউড প্রবন্ধ এবং আই.আই.টি (ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট) অথবা কোনো প্রতিষ্ঠিত সংস্থায় ২ বছরের কর্ম অভিজ্ঞতা সহ স্নাতকোত্তর পর্যন্ত সকল পর্যায়ে অনুন্য (৫০%নম্বর সহ) ২য় শ্রেণী অথবা সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।

২.পি.এইচ.ডি কোর্সে ভর্তির যোগ্যতাঃ
অনুষদ সমুহঃ
গাণিতিক ও পদার্থবিজ্ঞান /সমাজবিজ্ঞান /জীববিজ্ঞান /বিজনেস স্টাডিজ/আইবিএ -জেইউ/আইআইটি

ক.যে-কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রী থাকলে পি.এইচ.ডি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

অথবা

খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে নুন্যতম ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা

গ.
*নম্বর পদ্ধতিঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার যেকোনো একটিতে ১ম বিভাগ ও অন্যটিতে ২ য় বিভাগসহ (নুন্যতম ৫০% নম্বর) সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (৪বছর) ও স্নাতকোত্তর উভয় পরিক্ষায় ১ ম শ্রেণী থাকতে হবে।

অথবা,
৩ বছরের স্নাতক ডিগ্রীধারী আবেদনকারীদের মাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার যেকোন ৩টিতে ১ম শ্রেণী এবং অন্যটিতে ২ য় শ্রেণী ( নুন্যতম ৫৫% নম্বর থাকতে হবে)।

*গ্রেডিং পদ্ধতিঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার যেকোন একটিতে জিপিএ ৪.০০ ও অন্যটিতে জিপিএ ৩.৫০ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (৪বছর) ও স্নাতকোত্তর পরিক্ষায় সিজিপিএ ৩.৫০ থাকতে হবে।

*কলা ও মানবিকী অনুষদ/বঙ্গবন্ধু তুলনামুলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটঃ

ক.যে-কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রী থাকলে পি.এইচ.ডি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

অথবা

খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে নুন্যতম ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

অথবা

গ.
*নম্বর পদ্ধতিঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার যেকোনো একটিতে ১ম বিভাগ ও অন্যটিতে ২ য় বিভাগসহ (নুন্যতম ৫০% নম্বর) সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (৪বছর) ও স্নাতকোত্তর যেকোনো একটিতে ১ম বিভাগ ও অন্যটিতে ২ য় বিভাগসহ (নুন্যতম ৫০% নম্বর) থাকতে হবে।

অথবা,
৩ বছরের স্নাতক ডিগ্রীধারী আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার দুইটিতেই প্রথম বিভাগ এবং স্নাতক ও স্নাতকোত্তর এর যেকোন একটিতে ১ম শ্রেণী এবং অন্যটিতে ২ য় শ্রেণী ( নুন্যতম ৫০% নম্বর থাকতে হবে)।

*গ্রেডিং পদ্ধতিঃ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষার যেকোন একটিতে জিপিএ ৪.০০ ও অন্যটিতে জিপিএ ৩.৫০ সহ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (৪বছর) ও স্নাতকোত্তর পরিক্ষায় যেকোন একটিতে সিজিপিএ ৩.০০ ও অন্যটিতে জিপিএ ৩.২৫ থাকতে হবে।

ঘ ) শুধুমাত্র নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ক্ষেত্রে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে পি.এইচ.ডি ভর্তির জন্য প্রতিষ্ঠিত জার্ণালে নাট্য বিষয়ে কমপক্ষে ২টি গবেষণা মুলক রভিউড প্রবন্ধ এবং আই.আই.টি (ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট) অথবা কোনো প্রতিষ্ঠিত সংস্থায় ৩ বছরের কর্ম অভিজ্ঞতা সহ স্নাতকোত্তর পর্যন্ত সকল পর্যায়ে অনুন্য (৫০%নম্বর সহ) ২য় শ্রেণী অথবা সিজিপিএ ৩.২৫ থাকতে হবে।

অর্থনীতি বিভাগ ও এম.বি.বি.এস /সমমান ডিগ্রীধারীদের জন্যঃ

১.শুধুমাত্র অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর এর শিক্ষার্থীরা অর্থনীতিতে আবেদন করতে পারবে।
২. সরকারি মেডিকেল কলেজ হিতে ডিগ্রিধারী এম.বি.বি.এস/সমমান এবং ৪ বছরের অধিক ব্যাচেলর ডিগ্রিধারীগণ ফার্মেসী বিভাগে আবেদন করতে পারবেন।

উক্ত যোগ্যতা অনুযায়ী আপনি আপনার পছন্দনীয় বিষয়ে উচ্চতর শিক্ষা অর্জনের পথ সুগম করতে পারবেন ।

1,659 Views

আরও পড়ুন

জবিস্থ বরগুনা জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে নাঈম-আলিফ

অন্ধকার থেকে আলোয়: তীব্র বিষন্নতা ও পুনরুদ্ধারের পথ

শান্তিগঞ্জে এইচপিভি ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৪ বাস্তবায়নে উপজেলা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন মঞ্জুর

গাজীপুরের তারাগঞ্জ অঞ্চলের আলোকিত মানুষ এম আর খান কবির মিয়া

কাপাসিয়া ও বঙ্গতাজ কলেজের সভাপতি হলেন রিয়াজ ও বিদ্যোৎসাহী সদস্য পেরা

তিতুমীর কলেজস্থ নড়াইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রনি ও আশিক

মাদারীপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের আংশিক কমিটি ঘোষণা

পুজা উদযাপন কমিটির সাথে উখিয়া উপজেলা জামায়াতের মতবিনিময়’

বন্যায় ভেসে গেছে ৭১ কোটি টাকার মাছ

টঙ্গীতে ময়লা-আবর্জনায় ভরা ড্রেন, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা পরিষ্কারে সৌদি মসজিদের খতিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা