ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. সর্বশেষ

জাতীয় ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ

Link Copied!

মির্জা নাদিম, টঙ্গী

জাতীয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা, উত্তরা, ঢাকা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে অনুষ্ঠিত এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই প্রতিযোগিতায় তারা ফাইনালে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, ঢাকা-কে পরাজিত করে চূড়ান্ত বিজয় অর্জন করে।

জাতীয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতায় এবারের আলোচিত বিষয় ছিল:”ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী সরকার শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছিলো।”

ফাইনাল পর্বে সরকার দল ও বিরোধী দলের ভূমিকায় থাকা বিতার্কিকরা তাদের যুক্তি ও পাল্টা যুক্তির মাধ্যমে দর্শক ও বিচারকদের মুগ্ধ করেন। কঠোর যুক্তির লড়াইয়ের পর বিচারকদের রায়ে বিজয়ী হয় তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম। তিনি বলেন,”এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী চিন্তাধারা ও যুক্তিবাদী মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের বিতার্কিকরা আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তচিন্তা, বুদ্ধিদীপ্ত উপস্থাপনা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করতে পারে, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন,”জাতীয় ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে গভীরভাবে চিন্তা করতে শেখায়। আমরা চাই শিক্ষার্থীরা সঠিক যুক্তি ও তথ্যের মাধ্যমে তাদের মতামত উপস্থাপন করুক এবং যুক্তিবাদী সমাজ গঠনে ভূমিকা রাখুক।”

চ্যাম্পিয়ন হওয়ার পর তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার বিতার্কিকরা জানান,
“এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত। কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের ফলেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। ভবিষ্যতে আমরা আরও বড় মঞ্চে আমাদের যুক্তির শক্তি দেখাতে চাই।”

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতার্কিকদের উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে এবং তারা সার্বিক আয়োজনের প্রশংসা করেন।

এই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, বিশ্লেষণ ও বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন আয়োজকরা।

90 Views

আরও পড়ুন

ঢাবির বিজয় একাত্তর হলে আইএইচসি পরিবারের ইফতার

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর দিনব্যাপী ইফতার মাহফিলের প্রচারণা

সুনামগঞ্জে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সনাকের মানববন্ধন

যাঁরা দেশে টাকা পাচার করেছে লন্ডনে তাদের সামাজিকভাবে বয়কট শুরু হয়েছে —————————————কয়ছর এম আহমদ

দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সদস্য সচিব আব্দুল আল আমিনের নেতৃত্বে মশাল মিছিল

কক্সবাজারে আইনশৃঙ্খলা, যানজট এবং সুশাসন নিশ্চিতে সুশীল সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

চকরিয়া থানার ওসির তত্বাবধানে বিট পুলিশিং সভা

গাজীপুরে গাছা সাংবাদিক ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

পূর্ণিমা সরকারের কবিতা ❝ আগমনী বসন্ত ❞

বোয়ালখালীতে নব যোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ

আবরার হত্যা মামলা : ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন বহাল

যেভাবে ধরা পড়লো শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ