জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের সোশিওলজি ক্লাবের ২০২৪-২৫ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ১৪ তম আবর্তনের শিক্ষার্থী জাহিদুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে ১৫ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ ইয়াছিন ইসলাম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে ১৪তম আবর্তনের মুবাশ্বির রহমান ও ১৫তম আবর্তনের সাদিকুজ্জামান শুভ সহ ৫ জন কার্যনির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন ১৬ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ সাকিব হোসাইন ও যোগাযোগ বিষয়ক সম্পাদক নির্বাচিত হোন ১৭তম আবর্তনের মিলন মিয়া।
গত ১৬ ফেব্রুয়ারী সকাল ৮ টা থেকে অনলাইনে ভোট গ্রহণ শুরু হয়ে তা শেষ হয় রাত ১০ টায় এবং শুক্রবার রাতে ভোটের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম।
সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শরমীন উক্ত সোশিওলজি ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানোর পাশাপাশি ক্লাবের মাধ্যমে বিভাগের পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে গতিশীলতা করতে আহ্বান জানান।
তিনি আরো বলেন, ‘বিভাগের বর্তমান অধ্যয়নরত প্রত্যেক ছাত্র ছাত্রী এর সদস্য এবং প্রত্যেকের স্বত: স্ফুর্ত অংশগ্রহণ ক্লাবকে সচল রাখতে সাহায্য করবে।
সকলকে নিয়ে স্বচ্ছতার সাথে ক্লাব পরিচালনা করার উপর বিশেষ ভাবে জোর দেন তিনি।’
বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও সহযোগী অধ্যাপক শ্যামলী শীল নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, করোনাকালীন বন্ধের কারণে সোশিওলজি ক্লাবের কার্যক্রম সাময়িক স্থগিত থাকার দীর্ঘদিন পর আবার সুষ্ঠুভাবে নির্বাচনের মাধ্যমে ক্লাবের গতিশীলতা ফিরে আসছে। এই গতিশীলতা বজায় রেখে ক্লাবের অন্তর্ভুক্ত সাব ক্লাবগুলো বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের পাঠক্রম বহির্ভূত কার্যক্রম সচল রাখতে পারবে এবং পারস্পরিক মিথস্ক্রিয়া এই ক্লাব কে দূর্বার গতিতে এগিয়ে যেতে সাহায্য করবে।