হাওর বাওর মহিষের শিং এই তিনে ময়মনসিং।
সোহানুর রহমান, জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীদের সংগঠন’সৈনকিয়ান পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ ২০২৪ এর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস. এম বায়েজিদ (সাদ) সভাপতি এবং একই শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
শনিবার (২৩ মার্চ) সংগঠনের উপদেষ্টামণ্ডলী এই কমিটির অনুমোদন দেন।
ময়মনসিংহের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। জবিতে অধ্যায়নরত সে কলেজের শিক্ষার্থীদের নিয়ে “হৃদয় রাঙা সৌরভে মিলব আমরা গৌরবে” এই স্লোগানকে সামনে রেখে সৈনকিয়ান পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে।
নবগঠিত কমিটির সভাপতি এস. এম বায়েজিদ (সাদ) বলেন,শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ময়মনসিংহ তথা সারা বাংলাদেশের অন্যতম সেরা কলেজ। সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। সে কলেজের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করবো। সবার সহযোগিতা চাই।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের সংগঠন সব সময় শিক্ষার্থীদের কল্যাণকর কাজে এগিয়ে যাবে। শিক্ষার্থী বান্ধব একটি সংগঠন হবে এ আসা করি।
উল্লেখ্য, আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে পরবর্তী কার্যনির্বাহী সভায় উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।