নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের নতুন মডারেটর নিযুক্ত হয়েছে। সমিতির মডারেটর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিভাগের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী মডারেটর সহকারী অধ্যাপক শহীদুল হক, নতুন মডারেটর প্রভাষক আনোয়ার হোসেন, সমাজকর্ম সমিতির সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা৷
নতুন মডারেটর প্রভাষক আনোয়ার হোসেন বলেন, ‘ সমাজকর্মের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে সমাজকর্ম সমিতি গড়ে উঠেছে। ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন সেমিনার, সচেতনতা মুলক অনুষ্ঠান, জাতীয়-আন্তর্জাতিক দিবস উৎযাপন, নবীনবরণ-বিদায়ী সংবর্ধনা ইত্যাদি সফল ভাবে সম্পূর্ন করে সুনাম অর্জন করেছে। আশা করছি আগামী দিন গুলোতে সকল শিক্ষার্থীদের সমন্বয়ে উপরোক্ত কার্যক্রমকে আরো গতিশীল করবো। সমিতির সহায়তায় একই সাথে একটি সাংস্কৃতিক সংঘ, ভাষা ও কম্পিউটার সংঘ গড়ে তুলবো। শিক্ষার্থীদের আরো বেশী যুগপোযোগী ও মেধা বিকাশের সহায়তা সর্বদা সচেষ্ট থাকবো।’
অনুষ্ঠানে বিদায়ী মডারেটর সহকারী অধ্যাপক শহীদুল হক নতুন মডারেটর প্রভাষক আনোয়ার হোসেন কে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় কমিটির সদস্যরা বিদায়ী মডারেটরকে ফুল দিয়ে শুভেচ্ছা এবং নতুন মডারেটরকে ফুল দিয়ে বরণ করে নেন।