ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

জবি ফুড কার্ট স্টাফদের ছাত্রদল নেতা শাহরিয়ারের জার্সি উপহার

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
১৬ অক্টোবর ২০২৫, ৫:১৪ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের ফুড কার্ট স্টাফদের মাঝে জার্সি বিতরণ করেছেন। স্টাফদের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ছাত্রদল নেতা শাহরিয়ার।

আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফুড কার্টের সামনে এই উপহার দেওয়া হয়।

জার্সি উপহার প্রসঙ্গে শাহরিয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করতে দ্বিতীয় গেটের পাশের এই ফুড কার্ট স্টাফরা নিরলস পরিশ্রম করেন। তাঁদের এই অবদানের প্রতি সম্মান জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, তাঁরা যেন নিজেদেরও এই ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ মনে করেন।

এই উদ্যোগকে স্বাগত জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, শাহরিয়ার ক্যান্টিনের স্টাফদের পাশাপাশি এই ফুড কার্টের স্টাফদেরও জার্সি উপহার দিয়েছে বিশ্ববিদ্যালয় দিবসকে সামনে রেখে। শাহরিয়ারের এই উদ্যোগ প্রশংসনীয়। এটি আবারো প্রমাণ করে যে আমরা সাধারণ মানুষের পাশে আছি।

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, এই স্টাফরাই দিনের পর দিন আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রয়েছে। এই উপহার সেই কৃতজ্ঞতারই বহিঃপ্রকাশ।

জার্সি পাওয়ায় উচ্ছাস প্রকাশ ক্যান্টিন স্টাফ আরিফ বলেন, এর আগে আমাদের কথা কেউ এভাবে ভাবেনি। ছাত্রদলের এই ভাইকে ধন্যবাদ। জার্সি পেয়ে আমরা খুবই খুশি। মনে হচ্ছে আমরাও এই বিশ্ববিদ্যালয়ের একটি অংশ।

এই ধরনের ইতিবাচক কার্যক্রম ভবিষ্যতে আরও বাড়বে বলে জানিয়েছেন অন্যান্য ছাত্রদল নেতারা। তাঁরা বলেন, শুধু ক্যান্টিন স্টাফ নয়, ক্যাম্পাসের পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য কর্মচারীদের জন্যও কিছু করার পরিকল্পনা আমাদের রয়েছে।

আরও পড়ুন

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড