নিজেস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চাঁদপুর জেলা হতে আগত শিক্ষার্থীদের সংগঠন চাঁদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নুরে আলম সিদ্দিকীকে আহবায়ক এবং ফরহাদ হোসাইনকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে। এছাড়া ওমর ফারুক খানকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ২৫ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সংগঠনের উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে এই আহবায়ক কমিটির ঘোষণা করেন।
সংগঠনের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ লোকমান হোসেন ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো: নুরুল্লাহ আগামী ৩ মাসের জন্য এই আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।
আহবায়ক নুরে আলম ছিদ্দিকী বলেন, আমার উপর যে দায়িত্ব অর্পন করা হয়েছে তা সঠিকভাবে পালন করবো। শিক্ষার্থীদের কল্যানে, শিক্ষার্থীদের প্রয়োজন আছে এমন কিছু প্রজেক্ট হাতে নেওয়ার পরিকল্পনা আছে। সাবেক ও বর্তমান সকলকে সাথে নিয়ে চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগঠনটিকে সামনে এগিয়ে নিয়ে যাবো। সকলের সহযোগিতা ও সমর্থন নিয়ে আমরা ভালো কিছু উপহার দিব।
সদস্য সচিব ফরহাদ হোসাইন বলেন, ” ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি চাঁদপুর জেলা ছাত্রকল্যান পরিষদের উপদেষ্টা পরিষদ ও সকল সদস্যদের প্রতি। আমার উপর অর্পিত দ্বায়িত্ব বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করছি ।গতানুগতিক ধারা থেকে বের হয়ে নতুনভাবে ছাত্রদের কল্যাণে কাজ করতে চাই। সাবেক ও বর্তমানদের সাথে নিয়ে সকলের কাছে একটি সুসংগঠিত ও কল্যাণমূলক সংগঠন উপহার দিবো ইনশাআল্লাহ।