ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

জবিতে ‘ট্রেন্ডস্ অফ সুইসাইড এন্ড প্রিভেনশন স্টাটিজিস্’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
১০ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ

Link Copied!

জবি করেসপন্ডেন্ট

‘ক্রিয়েটিং হোপ থ্রু একশন’ প্রতিপাদ্য নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের আয়োজনে ‘ট্রেন্ডস্ অফ সুইসাইড এন্ড প্রিভেনশন স্টাটিজিস্’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) সমাজকর্ম বিভাগের ১০১ নং কক্ষে এ সেমিনারের অনুষ্ঠিত হয়৷

সমাজকর্ম বিভাগ চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী তামান্না ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আবুল হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। এছাড়া সায়েন্টিফিক সেশনে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে আলোচক হিসেবে ছিলেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আকরাম উজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, গবেষণায় এগিয়ে নিয়ে যাওয়াই বিশ্ববিদ্যালয়ের কাজ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গবেষণা পেপার উপস্থাপনা করেছেন এটা বিভাগের বিশেষ গুরুত্ব বহন করবে৷ এছাড়া বিসিএস না হলে আত্মহত্যা করতে হবে এ ধারনা থেকেও শিক্ষার্থীদের বের হয়ে আসতে হবে।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানা বলেন, সমাজকর্মে যে কাউন্সিলিং বিষয়ে সাথে অনেকে এটা আমরা জানি না। সমাজকর্ম বিভাগ সর্বদাই শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপর জোর দিয়ে আসছেন। আমাদের বিভাগে ছাত্র উপদেষ্টা নিয়োগের পুর্ব থেকেই আমরা প্রতি ব্যাচের জন্য কাউন্সিলর নিযুক্ত করেছিলাম।

গবেষণার ব্যাপারে তিনি বলেন, সমাজকর্ম বিভাগে শিক্ষার্থী দ্বারা গবেষণা পত্র উপস্থাপন এ প্রথম। আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদের গবেষণা পত্র এমন সেমিনারের মাধ্যমে উপস্থাপন করার জন্য৷

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সাইকোথেরাপিস্ট মো: আসাদুজ্জামান মন্ডলের আলোচনা শেষে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

এছাড়া উপস্থিত ছিলেন সমাজকর্ম সমিতির মডারেটর সহকারী অধ্যাপক মো: শহীদুল হক সহযোগী অধ্যাপক মো: জাফর ইকবাল, সহযোগী অধ্যাপক বুসরা জামান সহকারী অধ্যাপক মো: শরিফুল ইসলাম সহ বিভাগের সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

419 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার