ছাতক প্রতিনিধি::
ছাতকে গাবুরগাও দারুল কোরআন দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত করায় এবং সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের মাতার আশু রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার ইমতিয়াজ আলীর সভাপতিত্বে ও মাওলানা কবির আহমদ লতিফীর পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী। এসময় উত্তরখুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা আলহাজ্ব আমির উদ্দিন, মাদ্রাসা সুপার মাওলানা কামরুজ্জামান, হাজী রজব আলী, সাংবাদিক আব্দুস সালাম শাকিল, স্থানীয় নুরুল ইসলাম, আমির আলী, জালাল আহমদ, আব্দুল কাহার, শুকুর আলী, সোনা মিয়া, মোহাম্মদ আলী, কারী আব্দুস শহিদ, আব্দুল মছব্বির, আব্দুল কালাম, আব্দুল আউয়াল, হাজী মন্তাজ আলী, আব্দুর রহমান, ফজর আলী মেম্বার, নুরুজ্জামান মেম্বার, মাদ্রাসা শিক্ষক মাওলানা নাসির উদ্দিন নাজিমী, মাওলানা সামছুল হক, মাওলানা মুহিবুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, মাস্টার কামাল হোসেন, মাস্টার আল আমিনসহ স্থানীয় লোকজন দোয়া মাহফিলে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, এমপিও ভুক্তির ফলে এ প্রতিষ্ঠান ইসলাম শিক্ষা প্রসারে আরো বেগমান হবে। মাদ্রাসাটি এ অঞ্চলের মানুষের জন্য ইসলাম শিক্ষার একটি আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আজীবন মাদ্রাসাটি দায়ী ইলাল্লাহ কাজ করবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মনসুর আলী। দোয়া পরিচালনা করেন আল্লামা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী। ছাতকের দীঘলী রাহমানিয়া দাখিল মহিলা মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় এবং এমপি মুহিবুর রহমান মানিকের মাতার আশু রোগমুক্তি কামনায় এক শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক এমরান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শোকরানা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ পীরজাদা মাওলানা সামছুদ্দোহা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা জালাল উদ্দিন, প্রাক্তন অধ্যাপক মাওলানা আবুল আলী সিকন্দর, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, সাবেক মেম্বার আজিজুল হোসেন, মাওলানা নুর উদ্দিন, হাজী আজাহার আলী, বদর উদ্দিন, মাদ্রসা পরিচালনা কমিটির সদস্য আব্দুল লতিফ প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাদ্রাসা সুপার মাওলানা জহুর আলী। এসময় ছাতক প্রেস ক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, শিক্ষক মখলিছুর রহমান, মাওলানা সহিদুর রহমান, শিক্ষিকা হালিমা বেগম, আখলিমা আক্তার, আওয়ামীলীগ নেতা রইছ আলী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় এ মাদ্রাসা এমপিও ভক্ত করায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডাৎ দীপু মনি, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও প্রধানমন্ত্রী মূখ্য সচিব নজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।##