ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ

চাকসু প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, বাতিল হচ্ছে ১৯ জনের প্রার্থীতা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪১ অপরাহ্ণ

Link Copied!

আব্দুল্লাহ আল নাঈম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও শহরে অবস্থানরত হোস্টেল সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) এই তালিকা প্রকাশ করে কমিশন।

নির্বাচন কমিশনের সূত্র মতে— চাকসুতে ভিপি পদে ২৩ জন, জিএস পদে ২১ জন, এজিএস পদে ২১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, সহ-খেলাধুলা ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ জন, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা পদে ১৬ জন, দফতর সম্পাদক পদে ১৮ জন, সহ-দফতর সম্পাদক পদে ১৩ জন, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এছাড়া গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২০ জন, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১১ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ১৯ জন এবং নির্বাহী সদস্য পদে ৮০ জনসহ মোট ৪১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তফশিল অনুযায়ী— আজ সোমবার (২২ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামীকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ২৪ সেপ্টেম্বর (বুধবার) প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বাতিল হচ্ছে ১৯ জনের প্রার্থীতা:

কমিশন কর্তৃক প্রকাশিত ওই তালিকায় চাকসু নির্বাচনে অংশগ্রহণকারী ৪২৯ জন মনোনয়নপত্র জমা দানকারীর মধ্যে ১৯ জনের ত্রুটিপূর্ণ প্রার্থীতা বাতিল করল কমিশন।

সোমবার (২২ সেপ্টেম্বর) চাকসু নির্বাচন কমিশনের প্রধান অধ্যাপক ড. মনির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদে ১৯ জনের প্রার্থিতা বাতিল হচ্ছে। কেউ তথ্য ঘাটতি রেখেছেন, কেউ স্বাক্ষর করতে ভুলেছেন, আবার কারও অন্য কোনো সমস্যার কারণে প্রার্থীতা বাতিল হবে।

তিনি আরও বলেন, যাদের প্রার্থীতা বাতিল হবে, নির্বাচন কমিশনের কাছে আপিলের মাধ্যমে তারা এই সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানাতে পারবেন। প্রয়োজনে সংশোধন করে পুনরায় প্রার্থীতা বৈধ করার সুযোগও রাখা হয়েছে। এছাড়া প্রার্থীদের মাদক পরীক্ষার (ডোপ টেস্ট) ফল ইতিবাচক হলে প্রার্থীতা বাতিল হিসেবে গণ্য হবে বলেও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য যে, এবারের চাকসু নির্বাচনে ২৬টি, হল সংসদের ১৪টি এবং হোস্টেল সংসদে ১০টি পদে ভোটগ্রহণ হবে। চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫২১ জন। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

40 Views

আরও পড়ুন

চাকসুতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ নামে নতুন প্যানেলের আত্মপ্রকাশ

কউক ম্যানেজ করে স্থাপনা বহাল রেখছি - লিমন
সৈকত পাড়ায় মরিয়ম রিসোর্টের পাশে অবৈধ বহুতল ভবন নির্মাণের অভিযোগ লিমনের বিরুদ্ধে।

ছাতকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্ব নির্ধারিত স্থানে দ্রুত স্থাপনের দাবিতে মানববন্ধন

আমার ভোট আমি দিবো, আপনাদের এই গনতান্ত্রিক অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে-ড.মঈন খান

আমার ভোট আমি দিবো, আপনাদের এই গনতান্ত্রিক অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে-ড.মঈন খান

দুদিনের জ্বরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইডেন শিক্ষার্থী স্বর্ণা

চাকসু নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চবি প্রশাসনের বৈঠক

পরিবেশ, হাওর ও জলাভূমি রক্ষায় যুব সমাজের অংশগ্রহণ অপরিহার্য

টেকনাফে র‍্যাব-বিজিবি’র যৌথ অভিযানে সাড়ে৩লাখ ইয়াবা উদ্ধার,আটক-১

দূর্গা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে র‍্যাব ১৫ কক্সবাজার

মধ্যনগরে গুণী শিক্ষক নির্বাচিত হলেন অজয় কুমার রায়

ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে মনোনয়ন সংগ্রহ ও জমাদানের সময় ১ দিন বাড়ালো

চাকসুতে প্রার্থী হচ্ছেন সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ