-মুহাম্মদ মারুফ ইসলাম সাজ্জাদ, চবি:
“সুন্দর জীবন গড়তে পড়াশোনার পাশাপাশি রোভার স্কাউটের কোন বিকল্প নেই এবং দেশের আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে রোভারিং করা উচিত”- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা
গত ২১ শে নভেম্বর ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উপলক্ষে বিশেষ ক্রু মিটিং ও আলোচনা সভা রোভার স্কাউট ডেনে অনুষ্ঠিত হয়।
সকাল ১১:০০ ঘটিকায় রোভার স্কাউট গ্রাউন্ডে পতাকা উত্তোলন ও ক্রু মিটিং এর মাধ্যমে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের সূচনা হয়। এবং পরবর্তিতে আলোচনা সভা রোভার স্কাউট ডেনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার ড. মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ও রোভার স্কাউট লিডার প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউট লিডার এস এম নঈম উদ্দীন। সাবেক সিনিয়র রোভার মেটদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বিল্লাল হোসাইন, গাজী মোঃ নজরুল ইসলাম, হাবিবুর রহমান প্রমুখ। এছাড়াও বর্তমান সিনিয়র রোভার মেট জুবায়ের হোসেন ও মনামী ইসলাম মুমুসহ, সকল রোভার মেট, সহকারী রোভার মেট ও রোভাররা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোভার মেট মারুফ ইসলাম।
বর্তমান সিনিয়র রোভার মেট উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির তাৎপর্য ও বিশেষত্ব সকলের কাছে তুলে ধরে সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং যারা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন সকলের প্রশংসা করেন।
পরবর্তিতে কেক কাটার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সুবর্ণ জয়ন্তীর সূচনা করা হয়। এরপরেই সাবেক সিনিয়র রোভারমেটরা বক্তব্য পেশ করেন। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন ইতিহাস এবং বিভিন্ন স্মৃতির কথা সকলের মাঝে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন সকলকে রোভারিং এর গুরুত্ব ও নানাবিধ সফলতার কথা তুলে ধরেন। এবং বিভিন্ন সময়ে পিআরএস প্রাপ্ত রোভারদের কথা উল্লেখ করে সকলকে পিআরএস পাওয়ার প্রত্যাশা নিয়ে কাজ করতে উৎসাহ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ড. মোঃ আনোয়ারুল ইসলাম রোভারিং এর বিভিন্ন দিক আলোকপাত করে বাংলাদেশ স্কাউটসের সফলতার কথা তুলে ধরেন। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন কাজের প্রশংসা করেন সাথে সাথে অন্যান্য শিক্ষার্থীদের মাঝে রোভার স্কাউটের ধারণা পৌঁছে দেয়ার নানাবিধ পরামর্শ দেন। তিনি আরো উল্লেখ করেন যে, আগামী বছর দেশের পরিস্থিতি ভালো হলে বড় পরিসরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সুবর্ণ জয়ন্তী পালন করা হবে এবং উক্ত অনুষ্ঠানের সূচনা হিসেবে এই অনুষ্ঠানকে সাধুবাদ জানান। বর্তমান রোভারদের সহযোগিতায় এত সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করতে পারাই সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত করেন।