গতকাল ২৩ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার, চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফ জামে মসজিদে ” বায়তুশ শরফ এর ত্রিরত্নের জীবনী শীর্ষক আলোচনা সভায় ” প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহবারে বায়তুশ শরফ, শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ), সভাপতি অত্র মাদরাসা গভর্নিং বডি।
উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ (হাঃফি), অধ্যক্ষ অত্র মাদরাসা, বিশেষ অতিথি ছিলেন জনাব মাওলানা আমিনুল ইসলাম (হাঃফি), উপাধ্যক্ষ অত্র মাদরাসা।
সাংগঠনিক রূপরেখা এবং কার্যবিধি সংক্রান্ত আলোচনা পেশ করেন জনাব মাওলানা খালেদ সাইফুল্লাহ (হাঃফি), মুহাদ্দিস অত্র মাদরাসা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব মাওলানা মোস্তাফিজুর রহমান, আরবী প্রভাষক অত্র মাদরাসা।
বায়তুশ শরফ- এর ত্রিরত্নের জীবনী শীর্ষক বক্তব্য পেশ করে মাদরাসার মোট ১৫ জন মেধাবী শিক্ষার্থী। এছাড়াও মুহাম্মদ আশরাফুল আমিনের সঞ্চালনায় আয়োজিত হয় ‘ উপস্থিত কুইজ প্রতিযোগিতা ‘। পাশাপাশি ছিলো বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী।
বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা جمعية اصلاح الطلبة এর আহ্বায়ক মুহাম্মদ আবদুল ওয়াহিদ এবং সদস্য সচিব ইনতেছারুল হক সিয়াম-কে মনোনীত করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন অধ্যক্ষ আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ।
ছাত্রাবাসে جمعية اصلاح الطلبة -এ হাফেজ ইয়াসিন ফরহাদ-কে আহ্বায়ক এবং হাফেজ মোস্তাফিজুর রহমান-কে সদস্য সচিব মনোনীত করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা দেন উপাধ্যক্ষ মুহাম্মদ আমিনুল ইসলাম। উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষকবৃন্দ এবং হাজারো শিক্ষার্থীরা।
পরিশেষে جمعية اصلاح الطلبة এর প্রধান পৃষ্ঠপোষক রাহবারে বায়তুশ শরফ (মা.জি.আ) এর আলোচনা, দোয়া-মুনাজাতের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি হয়।