হুমায়ুন কবির,চট্টগ্রাম কলেজ :
আজ মঙ্গলবার(৫ নভেম্বর) সকাল ১০টার সময় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে বিজ্ঞান মেলা-১৯ উদ্বোধন করা হয়েছে। ছাত্র মিলনায়তনে।
কলেজ ছাত্র মিলনায়তনে আয়োজিত এই বিজ্ঞান মেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী,সকল ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রধান এবং শিক্ষকমণ্ডলীগণ ।
মেলায় ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহামুদুল করিম এবং সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ।
এই বিজ্ঞান মেলায় ১১টি স্টল অংশগ্রহণ করেন। তারা নানা রকম বৈজ্ঞানিক গবেষণা করে সমাজ এবং দেশের উন্নতির জন্য নানা রকম জিনিস আবিষ্কার করেন।
সকাল ১০টা থেকে দুপুর ২ টা পযন্ত চলার পর বিকাল তিনটার সময় এই মেলার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান শুরু হয়। চট্টগ্রাম কলেজের এই বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করছেন উচ্চ মাধ্যমিক স্টল(১১নং),প্রথম রানারআপ হয়েছেন উদ্ভিদ বিদ্যা বিভাগ এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন গণিত বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজ অধ্যক্ষ তাদের পুরুষ্কার হিসেবে ক্রেস্ট প্রদান করেন।
যারা অংশগ্রহণ করেছে তাদেরকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর আয়োজন করার আহবান জানান। পরে অনুষ্ঠানের সভাপতি বিজ্ঞান মেলার-১৯ এর সমাপ্তি ঘোষণা করেন।