ঢাকাবুধবার , ১৬ জুলাই ২০২৫
  1. সর্বশেষ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুলাই ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৭৬ কোটি ১০ লক্ষ টাকার বাজেট অনুমোদন হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে পাওয়া যাবে ৬৯ কোটি টাকা। নিজস্ব আয় থেকে আসবে ৭ কোটি ১০ লক্ষ টাকা। যার মধ্যে গত বছরের তুলনায় বিমক অনুদান বৃদ্ধি পেয়েছে ৬ কোটি ৫০ লক্ষ ।

বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত বাজেট চাহিদা ৯২ কোটি ৭০ লক্ষ ৪২ হাজার টাকা হলেও নতুন বাজেট অনুমোদন অনুমোদন হয়েছে ৭৬ কোটি ১০ লক্ষ টাকা। যেখানে বাজেট কমতি থাকবে চাহিদার প্রায় ১৬ কোটি ৬০ লক্ষ টাকা।

গতকাল (৩০ জুন) বেলা ১১:০০ টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেট এর ১০৪তম সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বাজেট উপস্থান করেন। বাজেট উপস্থাপন শেষে সকল সিন্ডিকেট সদস্য সকল খাতের উপর মতামত পেশ করেন, পরে তা সর্বসম্মতভাবে অনুমোদন হয়। একই সঙ্গে সিন্ডিকেট সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের সরকারি বরাদ্দের ভিত্তিতে ৭৫ কোটি ৬৯ লক্ষ ৪৮ হাজার টাকা সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।

৭৬ কোটি ১০ লক্ষ টাকার বাজেটে গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে ০২ কোটি ৯৩ লক্ষ টাকা বা ৩.৮৫%। এই খাতে ২০২৪-২০২৫ অর্থ বছরে বরাদ্দ ছিল ০২ কোটি ৬১ লক্ষ টাকা। শিক্ষার্থীদের বৃত্তি ও মেধা বৃত্তির জন্য একটি নীতিমালা করা হয়েছে। নীতিমালার আলোকে সম্পূর্ণ অর্থ সরকার হতে অনুদান নেয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটের ৬২.৭৫ শতাংশ বেতন-ভাতা ও পেনশন ; পণ্য ও সেবা বাবদ সহায়তা ২৬.৪৯ শতাংশ; গবেষণা অনুদান খাতে ৩.৮৫ শতাংশ ও ৬.৯১ শতাংশ মূলধন অনুদান বরাদ্দ ধরা হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড. মো: হায়দার আলী বাজেট অনুমোদন শেষে বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে বাজেট ব্যয় করা হবে।

ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান বলেন ২০০৭-২০০৮ অর্থ বছরে বাজেট ছিল ১ কোটি ১০ লক্ষ টাকা, সেখান হতে আজকের বাজেট বৃদ্ধি পেয়ে দাড়িঁয়েছে ৭৬ কোটি ১০ লক্ষ টাকা। আশার কথা হলো গত বছরের তুলনায় নিজস্ব অর্থায়ন হ্রাস করে সরকারি অনুদান বৃদ্ধি করা গেছে। ভবিষ্যৎ-তে বিশ্ববিদ্যালয়ের সার্বিক চাহিদা অনুযায়ী সর্বমোট বাজেট বৃদ্ধি পাবে। বাজেট উপস্থাপনের সময় ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান আরো বলেন ইউজিসির বরাদ্দ চাহিদার তুলনায় অপর্যাপ্ত। তবে তিনি সংশোধিত বাজেটে ইউজিসির সাথে আলোচনা করে বাজেট আরও বৃদ্ধি করার অঙ্গীকার করেন।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ মঈনুল ইসলাম, প্রফেসর ড. সাব্বির আহমেদ, প্রফেসর ড. মোঃ সেলিম রেজা, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামসুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, প্রফেসর ড. মুহম্মদ আহসান উল্যাহ, প্রকৌশল অনুষদের ডিন, ড. মোঃ সাইফুর রহমান, মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, গনিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল হাকিম এবং বিশ্ববিদ্যারয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

109 Views

আরও পড়ুন

বোয়ালখালী প্রাথমিক শিক্ষা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠান

লাশের উপর নৃত্যঃ স্বপ্নের পথে কেনো রক্তের ছাপ?

শেরপুরে নালিতাবাড়ীতে পরিত্যক্ত ঘর ও পাহাড়ের ঢাল থেকে ২ লাশ উদ্ধার

টেকনাফে ইজিবাইকে মিললো১০হাজার ইয়াবা,আটক-২

সংসার সামলে হলেন বিসিএস ক্যাডার আরিফা

মণিপুরী মুসলিম শিক্ষার্থী সুমাইয়া এসএসসিতে জিপিএ-৫ ও মেধাবৃত্তিতে শীর্ষে

বিএনপি থেকে ড. ফয়জুল হকের পদত্যাগ

রেজভীর কৃতিত্ব: গোল্ডেন এ প্লাস পেলেন মণিপুরী মুসলিমের মেধাবী শিক্ষার্থী

পাঙাল হাফেজ শফিকুলের কৃতিত্ব: হিফজ শেষে বিজ্ঞান বিভাগেও জিপিএ-৫

গাইবান্ধায় এসএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাপাসিয়ায় জেলা জামায়াতে ইসলামীর রোকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত

মণিপুরি মুসলিম সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী
মাহফুজা জেরিনের জিপিএ-৫ অর্জন, হতে চান ডাক্তার