কুবি প্রতিনিধি :।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) তে মানিকগঞ্জ স্টুডেন্টস এসোসিয়েশন এর নতুন কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সাবেক সভাপতি আহাদ হায়দার বাদল ও সাধারন সম্পাদক রাশেদুল গনির স্বাক্ষরিত এক আদেশ এ কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রাশেদুল গনি ( ফিন্যান্স এন্ড ব্যাংকিং – ১০ম ব্যাচ), সাধারণ সম্পাদক রেজাউল করিম ( অর্থনীতি ১১তম ব্যাচ)।
১৩ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি গোপাল সূত্রধর ও আফরিন হোমায়রা, যুগ্মসাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম ও শশী আফরোজ, সাংগঠনিক সম্পাদক জয় রাজ বংশী, ও দোলোয়ার হোসাইন, অর্থ সম্পাদক তাসরিফ খন্দকার, দপ্তর সম্পাদক রবিন হোসাইন, গণযোগাযোগ সম্পাদক জনি সরকার, এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ফারজানা আক্তার, মিথিলা নূর।
নবগঠিক কমিটির ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রত্মতত্ত বিভাগের প্রভাষক শারমিন রেজোয়ানা।
উল্লেখ্য নবগঠিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্বপালন করবে।