কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রামপুর উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মতিউর রহমানকে অনানুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানের ছাত্র – শিক্ষক ও পরিচালনা কমিটি। ৩০ সেপ্টেম্বর, সোমবার স্কুল মিলনায়তনে বিদায়ী সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রামপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম আমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক জয়নুদ্দীন তরফদার,বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা, অভিভাবক প্রতিনিধি লাল মিয়া, মোঃ শহীদুল্লাহ্, বেলায়েত হোসেন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সোহরাব হোসেন, তানভীর ফকির প্রমূখ। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মাওলানা মতিউর রহমানকে ছাত্র, শিক্ষক ও পরিচালনা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও নানা উপহার সামগ্রী প্রদান করা হয়।