কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
শিক্ষার মানোন্নয়ন ও পাবলিক পরীক্ষায় উন্নত ফলাফল অর্জনের লক্ষ্যে ২৩ নভেম্বর শনিবার সকালে তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ২০২০ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্ণিংবডির সদস্য জাহিদুল হক দিলীপ, শরীফুল আলম শামীম, সহকারী প্রধান শিক্ষক ফিরোজ উদ্দীন সরকার প্রমূখ। সভায় এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকগণ কতৃপক্ষের কাছে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। অভিভাবক সমাবেশে অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, একজন শিক্ষার্থীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র – শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সন্তানকে মানুষ করার পিছনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আদর, সোহাগ ও শাসনের সমন্বয় থাকতে হবে। শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার দিকে খেয়াল রাখতে হবে।