ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

কাপাসিয়ায় তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে প্রাক্তনদের মিলন মেলা

প্রতিবেদক
admin
৫ মার্চ ২০২২, ১১:৪৩ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ

গাজীপুরের কাপাসিয়ার কৃতিসন্তান, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত ‘বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়’ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে প্রাক্তন ছাত্র- ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শীতলক্ষ্যা নদী তীরবর্তী উপজেলার কাপাসিয়া- শ্রীপুর সড়কের দস্যুনারায়নপুরস্থ বিদ্যালয় ক্যাম্পাসে তিনদিন ব্যাপী মিলনমেলার সমাপনিতে শনিবার সকালে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি, পুত্র সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শহীদুল্লাহ্, উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদভারে মুখরিত হয়ে উঠেছিল মিলন মেলা। নবীণ-প্রবীণ শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্র হতে পেরে তারা আবেগে আপ্লুত হয়ে পড়ে। এলাকার নারীদের শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয় নিয়ে দাতা ও প্রতিষ্ঠাতা মফিজ উদ্দিন ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতার ১৫ দিনের মাথায় ১৯৭২ সালের ১ জানুয়ারী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ৫০ বছর পূর্তিতে প্রাক্তনদের মিলন মেলা উপলক্ষে আয়োজক কমিটির উদ্যোগে এবং সহকারি প্রধান শিক্ষক মাসুদা সুলতানার সম্পাদনায় ‘সমীক্ষণ’ নামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিমিন হোসেন রিমি এমপি বলেন, তাজউদ্দীন আহমদের আদর্শ বাস্তবায়ন করতে যোগ্য মানুষ দরকার। শিক্ষার্থীদের জীবনের শুরুতে ভালো এবং মন্দ দু’টো দিক আছে। তারা কোনটা বেছে নিবে সেটা তাদের ব্যাপার। শিক্ষার্থীদের আদর্শবান ও ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি তিনি আহবান জানান।

আরও পড়ুন

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।