জাবেদুল আনোয়ার, কক্সবাজার :
তীব্র তাপদাহ থেকে স্বস্তি পেতে রামুতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের মাঝে রামু উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। এসব পানি বিতরণ করা হয় রহমানিয়া মাদ্রাসা, খিজারি স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয় এবং টেক্সটাইল সহ মোট চারটি কেন্দ্রের পরীক্ষার্থীদের মাঝে।
মঙ্গলবার (১৩মে ) দুপুরে রামু উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নোমান ফারুক সাঈদের নেতৃত্বে এ আয়োজন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন আল মোস্তাফা, সেক্রেটারি রামু উপজেলা শাখা,রেজাউল করিম সজিব, সভাপতি রামু সরকারি কলেজ সহ উপজেলা ও ইউনিয়ন নেত্রীবৃন্দ।
রামু উপজেলা ছাত্র শিবিরের সভাপতি নোমান ফারুক সাঈদ বলেন, রামু সহ সারাদেশে গরম পড়ছে এতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা গরমে অতিষ্ট হয়ে পড়ছে। তীব্র তাপপ্রবাহ থেকে তাদেরকে কিছুটা হলেও প্রশান্তি দেওয়ার জন্য পানি বিতরণ করা হয়েছে। কেন্দ্রের বাহিরে অবস্থান নেওয়া অভিভাবকদেরকেও পানি দেওয়া হয়েছে ইসলামি ছাত্র শিবির সবসময় ছাত্রদের পাশে থাকার চেষ্টা করে ভবিষ্যতে ও এমন উদ্যোগে ছাত্রদের পাশে থাকতে চাই।