ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নং কক্ষে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের স্মরক প্রদান করা হয়।
সংগঠনটির সভাপতি তারেক সাইমুনের সভাপতিত্বে এবং
নাহিদ হাসানের সঞ্চালনায় এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আকতর হোসেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলাম, সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, ইবি ল্যাব স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মিল হক মোল্লাহ, শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মাবিলা রহমান এবং অগ্রণী ব্যাংক লিমিটেডের ক্যাশ অফিসার জনাব ফজলুল হক উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সমিতির ২০২৩-২৪ অর্থবছরের নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিব হাসান।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংগঠনটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।