আবদুল্লাহ আল জাবেদ,(ইউএসটিসি)
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) তে অনুষ্ঠিত হলো রোবট বিষয়ক কর্মশালা “ওয়ার্কশপ অন ব্যাটলবট”। গতকাল ২৫ সেপ্টেম্বর এফসেট রিসার্চ ক্লাবের আয়োজনে সম্পন্ন হয় এই কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান শেখ মোহাম্মদ হাবিব উল্লাহ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক জয়নাল আবেদীন, প্রভাষক সাবিহা তাসনীম, ওয়াহিদুল আলম ও ইইই বিভাগের প্রভাষক অমিতা সিংহা। কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)’র রোবট দল টেনেসাইন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম(ইউএসটিসি)’র রোবট দল এলগোস ইউএসটিসি’র সদস্যবৃন্দ। ট্রেইনারগণ কর্মশালায় উপস্থিত ইউএসটিসি সহ চট্টগ্রামের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রোবট বানানোর প্রাথমিক ধারণা, তৈরির উপকরণ, বিভিন্নধরনের রোবটের চিত্র এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।