তাসনীম তামান্না, ঢাবিঃ
…..
আর্ট ফর উইমেন ভয়েজের উদ্যোগে নারায়ণগঞ্জের একটি স্কুলে স্কুল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সেখানে সপ্তম এবং নবম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শনিবার (২ নভেম্বর) নারায়ণগঞ্জের নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন পরিচালিত হয়।
ব্রিটিশ কাউন্সিল কর্তৃক পরিচালিত ‘এক্টিভ সিটিজেন’ প্রকল্পের অন্তর্ভুক্ত ‘ আর্ট ফর উইমেন ভয়েজ’ শীর্ষক প্রোগ্রামের অধীনে এসডিজি -৫ তথা লিঙ্গ সমতা বিষয়ে কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষার্থী। উক্ত প্রকল্পের অংশ হিসেবে শনিবার (২ নভেম্বর) নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে সপ্তম এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ‘লিঙ্গ সমতা এবং সকল নারীদের ক্ষমতায়ন’ বিষয়ে ১ ঘন্টার একটি সেশন পরিচালিত হয়। উক্ত সেশনে আর্ট ফর উইমেন ভয়েজ, নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতন , সাইবার ক্রাইম, মানসিক স্বাস্থ্য এবং নারী সচেতনতা,লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন ইত্যাদি দিকগুলোর সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার হয়।
‘আর্ট ফর উইমেন ভয়েজ এবং ব্রিটিশ কাউন্সিল’ বিষয়ে সেশন পরিচালনা করেন ফরহাদ জামান, ‘নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতন’ নিয়ে সেশন পরিচালনা করেন তামান্না আক্তার। ‘সাইবার অপরাধ এবং নিরাপদ ইন্টারনেট’ নিয়ে সেশন পরিচালনা করেন শাহাদ আল নুর। ‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে সেশন পরিচালনা করেন সারিয়া শবনম সেঁজুতি এবং মো. আহনাফ সাকিব।
উল্লেখ্য, শিক্ষার্থীদেরকে উপরিউক্ত বিষয়ে সঠিক ধারণা দেওয়া এবং জনসচেতনতা সৃষ্টি করা-ই স্কুল ক্যাম্পেইনের মূল এবং উদ্দেশ্য ছিল।