মোঃ শিবলী সাদিক, রাজশাহী।
বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা এবং পুলিশের গুলিতে সাধারণ শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭জুলাই) রাবির হবিবুর রহমান মাঠে ছোট ছোট মিছিল নিয়ে একত্রিত হয়ে তারা রাবির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে প্যারিস রোডে অবস্থান করে।
ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন বলেন, সারা বাংলাদেশে পুলিশ এবং সন্ত্রাসী ছাত্রলীগের গুলিতে আমাদের ভাই নিহত হয় এবং অনেকে আহত হয় এর প্রতিবাদে আমরা আজ রাস্তায় নেমেছি। গতকাল যে আবাসিক হল বন্ধের ঘোষণা এসেছে তা সম্পূর্ণ চক্রান্ত। যতই যাই করুক আমাদের আন্দোলন দমিয়ে রাখতে পারবেনা। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ মিছিল চালিয়ে যাবো।
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর শিক্ষার্থী মকতিয়ার হাসান বলেন, আমাদের হল থেকে বের করার জন্য যে আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।
এবং গতকাল পুলিশের গুলিতে যে আমাদের ভাই নিহত হয়েছে আমরা তার বিচার চাই। রংপুরে আমার ভাই পুলিশের গুলিতে মাটিতে লুটিয়ে পড়ে নিহত হয় আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ও এর বিচার চাই।