জাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্রী হ্যান্ডবলের ফাইনাল খেলায় রানার আপ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ১৪-২ গোলে পরাজিত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রী হ্যান্ডবল দল এই রানার আপ হবার গৌরব অর্জন করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম চ্যাম্পিয়ন ও রানার আপ উভয় দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।