নিউজ ডেস্ক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর জন্য মনোনয়নপত্র সংগ্রহ আজ (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে।
প্রার্থীরা সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলার চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সশরীরে এই মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীরা ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত (সকাল ১০টা থেকে বিকেল ৪টা) মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম ১৯ আগস্ট বিকেল ৩টার মধ্যে জমা দিতে হবে। হল সংসদের প্রার্থীরাও একই সময়ে নিজ নিজ হলের হল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেবেন।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়ার সময় কোনো ধরনের মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। একজন প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি সমর্থক থাকতে পারবেন না। প্রতিটি ডাকসু মনোনয়ন ফরমের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
এদিকে, ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। এই তালিকায় মোট ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০,৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮,৯০২ জন। মোট ভোটারের ৫২.৪৮ শতাংশ ছাত্র এবং ৪৭.৫২ শতাংশ ছাত্রী। খসড়া তালিকা থেকে ১৫৭ জন ভোটার বাদ পড়ার পর এই চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকা বিশ্ববিদ্যালয়ের সকল হলের নোটিশ বোর্ড এবং অফিসিয়াল ওয়েবসাইট (ducsu.du.ac.bd) থেকে দেখা যাবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও যদি কোনো বহিষ্কৃত বা অভিযুক্ত শিক্ষার্থীর নাম পাওয়া যায়, তবে তা বাদ দেওয়া হবে।