আমজাদ হোসেন, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে চলমান আন্দোলন আগামীকাল ইতি টানবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ সন্ধ্যায় প্রেস ব্রিপিং এর মাধ্যমে এই সিদ্ধান্ত জানান গণমাধ্যম কর্মীদের।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দশ দফা দাবি ছিল; সেগুলো থেকে অনেক দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেনে নিয়েছে আমরা কর্তৃপক্ষের উপর সন্তুষ্ট। আগামীকাল ১৬ অক্টোবর আমরা ছাত্র-শিক্ষক সবাই সন্ত্রাস ও অপশক্তির বিরুদ্ধে একটি গণ শপথে অংশ নেওয়ার মাধ্যমে মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টানবো’।
তারা আরও বলেন, ‘আমরা আন্দোলনের ইতি টানলেও বাকি দাবিগুলো পূরণ হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করব এবং চার্জশিট দাখিলের পর অপরাধীদের স্থায়ীভাবে বহিস্কার না করা পর্যন্ত আমরা কোনোরকম একাডেমিক কার্যক্রমে অংশ নিব না’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, ওই রাতেই হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা।