কে.এস সবুজ বেপারী,ঢাবি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদের উদ্যোগে আগামীকাল ১লা নভেম্বর,কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হতে যাচ্ছে”শতকণ্ঠে বঙ্গবন্ধু।””প্রাঞ্জল উচ্চারণে অলংকৃত হোক মাতৃভাষায় প্রয়োগ”এই স্লোগানকে সামনে রেখে,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে একশত শিল্পীর আবৃত্তি ও সংগীত পরিবেশনার উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদ।অনুষ্ঠানটি শুরু হবে আগামীকাল (১লা নভেম্বর,২০২৯) বিকাল ৪ ঘটিকায়,কেন্দ্রীয় শহীদ মিনারে।
অনুষ্ঠানের উদ্ভোদন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি,সি অধ্যাপক ড.মো:আখতারুজ্জামান। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়,
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ,উ.এন.ই বাংলাদেশ। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে “এন টিভি,বার্তা২৪ এবং এ.বি.সি রেডিও, এফ এম ৮৯.২।”