ঢাবি প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) মনোবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন একজন শিক্ষার্থী। রবিবার(২৯ সেপ্টেম্বর) নিজ ফলাফলের প্রতি অসন্তুষ্ট হয়ে বিভাগের চেয়ারম্যান বরাবর পুনর্বিবেচনার আবেদন করেন তিনি।
ফলাফল পুন:বিবেচনার জন্য আবেদনকৃত শিক্ষার্থীর নাম নাজমা আক্তার। তিনি মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
এ ব্যাপারে জানতে চাইলে নাজমা আক্তার বলেন,”গত ১৫ সেপ্টেম্বর আমাদের ৪র্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। আমি এই ফলাফলের উপর সন্তুষ্ট নই কেননা আমি ফলাফলের চেয়ে অনেক বেশি ভালো পরীক্ষা দিয়েছিলাম। এছাড়া আমার বিগত পরীক্ষার রেজাল্ট ভালো। তাই এই পরীক্ষার ফলাফল পুনর্বিবেচনার জন্য আমি চেয়ারম্যান স্যার বরাবর আবেদন করেছি।”