কুতুবদিয়া প্রতিনিধিঃ
২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের লক্ষ্যে কুতুবদিয়া উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা আ’লীগের কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়।এতে সভাপতিত্ব করেন কুতুবদিয়া উপজেলা শ্রমিকলীগের আহবায়ক মুহাম্মদ নুরুল ইসলাম কুতুবী। সঞ্চালনা করেন কুতুবদিয়া উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মোঃ মুজাম্মেল হক। সভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক যথাক্রমে আবদুল মান্নান, ফরিদ আলম, মোস্তাক আহমদ এবং সিনিয়র সদস্য রুহুল কাদের রুবেল,সলিল কুমার দেওয়ানজী, ইকবাল হোসেন ওয়াসিম, আনছারুল করিম,নুরুল আবছার,নুরুল হোছাইন,মোঃ রমিজ,খোকন চৌধুরী মাহিন,নুর বাদশা, তারেক মঈনুল হক,আনন্দ কুমার শীল, নেছারুল ইসলাম নেছার,আব্দুল মালেক, ছালেহা বেগম ও মুর্শিদা আলম প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কুতুবদিয়া উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
নিউজ ভিশন বাংলাদেশের একটি পাঠক প্রিয় অনলাইন সংবাদপত্র। আমরা নিরপেক্ষ, পেশাদারিত্ব, অনুসন্ধানমূলক, তথ্যনির্ভর, নৈতিক সাংবাদিকতায় বিশ্বাসী।
সম্পাদক ও প্রকাশক : মুহাম্মদ রফিকুল ইসলাম
ঢাকা অফিস: ইকুরিয়া বাজার,হাসনাবাদ,দক্ষিণ কেরাণীগঞ্জ,ঢাকা-১৩১০।
চট্টগ্রাম অফিস: একে টাওয়ার,শাহ আমানত সংযোগ সেতু রোড,বাকলিয়া,চট্টগ্রাম |
সিলেট অফিস: বরকতিয়া মার্কেট,আম্বরখানা,সিলেট |
রংপুর অফিস : সাকিন ভিলা, শাপলা চত্ত্বর, রংপুর |
+8801789372328, +8801829934487 newsvision71@gmail.com, https://newsvisionbd.com