সিলেট ব্যুরো :
করোনার উপস্বর্গ নিয়ে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে একজন পুরুষ ও একজন মহিলাসহ মোট দুইজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (৮ মে) দুপুর ২টার দিকে দুজনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।নিহতের একজনের বাসা সিলেট নগরীর দাড়িয়া পাড়া এলাকায়, অপরজন সিলেটের বিশ্বনাথ উপজেলার।
সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুশান্ত কুমার মহাপাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের নমুনা ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি বলেন, মারা যাওয়া ওই মহিলার লিভারে সমস্যা ছিল আর পুরুষ হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তবে তাদের শরীরে জ্বর, ব্যাথা থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে