রাফিউল ইসলাম,স্টাফ রিপোর্টার:
আজ শনিবার (৯ মে) রংপুর মেডিকেলে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
রমেক অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু এসব তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে রয়েছে, রংপুর নগরীর সেনপাড়ার এক নারী (৫২), এক যুবতী (২৪), এক বৃদ্ধ (৯০), এক যুবক (২৪), অপর যুবক (২০), এক পুরুষ (৫১), নগরীর জুম্মাপাড়া এলাকার এক পুরুষ (৫৬), ইসলামবাগ এলাকার এক বৃদ্ধা (৮০)।
এছাড়া কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় এক যুবক করোনায় আক্রান্ত হয়েছেন।