রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার:
রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের (রমেক) পিসিআর ল্যাবে আজ (১৮ মে) সোমাবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২ জেলায় ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
আক্রান্তরা হলেন, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান, সদ্যপুরস্করনী ইউনিয়নের এক যুবতী (২০), নগরীর জুম্মাপাড়া এলাকার এক নারী (৩১), জামতলা মসজিদ এলাকার এক যুবতী (২০), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পের এক সদস্য (৫৮), গঙ্গাচড়া উপজেলার এক পুরুষ (৫৩), পীরগাছা উপজেলার এক যুবক (২০)। এ নিয়ে রংপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২২৩ জনে।
এছাড়া কুড়িগ্রাম পুলিশ লাইন্সের দুই নারী পুলিশ সদস্য নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রমেকের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু