নিলয় ধর, স্টাফ রিপোর্টার(যশোর):-
যশোর অভয়নগরে করোনা উপসর্গ নিয়ে নিতীশ মজুমদার (৩৩) নামের এক কৃষকের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার সড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা কৃষক নিতীশ মজুমদার দীর্ঘদিন ধরে এ্যাজমা রোগে ভূগছিলেন।
বৃহস্পতিবার(২ জুলাই) বিকালে বাড়ির পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে গেলে সেখানে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরিবারের সদস্যরা সন্ধ্যার পর তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রাত সাড়ে ৮টার সময় তার মৃত্যু ঘটে।
পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম মাহমুদুর রহমান রিজভীর নেতৃত্বে লাশটির নমুনা সংগ্রহ করে সঠিক ব্যবস্থাপনায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুন্দলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিতোষ বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই স্বাস্থ্যবিধি মেনে কৃষক নিতীশ মজুমদারের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।