জাবেদ ভূঁইয়া
মিরসরাই–
আজ (১৭ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলার পরিবার পরিকল্পনা চত্বরে মানব বন্ধন করে মিরসরাইয়ের পরিবার কল্যাণ সহকারী সমিতির সদস্যরা।
মানব বন্ধনে বক্তব্য দানকারীরা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শ্রেণী প্রথা উঠিয়ে দেয়া সত্ত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে এক স্মারকে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার সহকর্মীদের ৩য় শ্রেণী থেকে ৪র্থ শ্রেণীতে চিহৃিত করে অধিদপ্তর কর্তৃক যে পত্র জারি করে। এতে তাদের অবমাননা করা হয়েছে। তাই আমরা আজকে এই মানব বন্ধন থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।
এবং তারা আরও বলেন অতিসত্বর যেন এই পত্রটি প্রত্যাহার করে তাদের ন্যায্য স্থান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, পরিবার কল্যাণ সহকারী সমিতির কেন্দ্রীয় সহ-মহিলা বিষয়ক সম্পাদক আনোয়ার বেগম, মিরসরাই পরিবার পরিকল্পনা সহকারী সমিতির সভাপতি রাশেদা আক্তার, সাধারণ সম্পাদক খালেদা আক্তার, সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াছমিন এবং অর্থ সম্পাদক মিথিলা চন্দ্রসহ অন্যান্য সদস্যবৃন্দ।