রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার:
করোনায় অাক্রান্ত রংপুরের মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন সরকার।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল হাকিম।
তিনি জানান, গতকাল বুধবার (১৮ নভেম্বর) রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের (রমেক) পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ওনার করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি এক বার্তায় সকলের কাছে দোয়া কামনা করেছেন।