মোঃ আক্তারুজ্জামান, পলাশ প্রতিনিধি :
নরসিংদীর পলাশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোঃ মোহসিন মিয়া (৫২) মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মরহুম মকবুল হোসেন ওরফে মোগল মাস্টারের ছেলে। এ নিয়ে পলাশ উপজেলায় এ পর্যন্ত ৩ জন মৃত্যুবরণ করেন।
এদিকে মরহুমের মরদেহ পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগ্যেরপাড়া গ্রামের নিজ বাড়িতে নিয়ে আসা হয়। পরে দুপুর ২টায় ভাগ্যের পাড়া এমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের দাফন কাফন হালিমা সাদিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুফতি আঃ রহিম কাসেমীর নেতৃত্বে সম্পন্ন হয়।
উল্লেখ্য, নরসিংদী জেলায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাস উপসর্গ ও পজেটিভ হয়ে মৃত্যুবরণ করার শুরু থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন হালিমা সাদিয়া ফাউন্ডেশনের সদস্যরা দাফন কাফন সম্পন্ন করে আসছেন। এ বছরের ৬ এপ্রিল নরসিংদী জেলায় করোনায় সংক্রমণ শুরু হলে এ পর্যন্ত ৩১টি লাশ দাফন কাফন সম্পন্ন করেন বলে জানান হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আঃ রহিম কাসেমী।
হালিমা সাদিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আঃ রহিম কাসেমী জানান, নরসিংদী করোনায় উপসর্গ ও পজিটিভ হয়ে যারা মৃত্যুবরণ করেছেন আমরা খবর পাওয়ার পর দিনের আলো থেকে শুরু রাতের আঁধারেও আমরা ছুটে গিয়েছি মৃত লাশ দাফন করার জন্য। এ ধারা সামনেও অব্যাহত থাকবে।