মো.সফিকুল আলম দোলন, প্রতিনিধি,পঞ্চগড় ঃ
পঞ্চগড়ে শনিবার (১৩ জুন) নতুন করে আরো ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দিনাজপুর পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ পাওয়া যায়।এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ১০৯ জনে।বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। তিনি জানান আক্রান্ত রোগীদের মধ্যে দেবীগঞ্জ উপজেলার ৭ জন ও পঞ্চগড় সদর উপজেলার ১ জন। সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৩৯ জনের নমুনা সংগ্রহ করার পর ১৫৫৫ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ১০৯ জনের করোনা পজেটিভ এসেছে। জেলার ১০৯ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন,সদরে ৩৪ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ০৮ জন এবং দেবীগঞ্জে ৪৫ জন। ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৪১ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।