আমির ফয়সাল, নোবিপ্রবি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) নমুনা পরীক্ষার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একাডমিক ভবন -০১ এর ৫ম তলায় মাইক্রোবায়োলজি বিভাগে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এটি উদ্বোধন করেন।
মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. ফিরোজ আহমেদ বলেন, আগামী সোমবার থেকে অণুজীববিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু করা হবে। এ ল্যাবে একসাথে ৯২ টি নমুনা পরীক্ষা করা যাবে। এইভাবে ২৪ ঘন্টায় প্রায় ৫০০ নমুনা পরীক্ষা করা যাবে। ল্যাবের কার্যক্রম ২৪ ঘন্টাই চালু থাকবে । এজন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশিক্ষিত ৪০ জন ভলান্টিয়ার নেয়া হচ্ছে। যথাযথ সিকিউরিটির ব্যবস্থা নেয়া হয়েছে যাতে কেউ ইনফেক্টেড না হয়। সার্বিক সহযোগিতার জন্য তিনি বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
ল্যাবটিতে চাঁদপুর, লক্ষ্মীপুর, ও নোয়াখালী এই তিন জেলার করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা হবে।